শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫   বৈশাখ ৫ ১৪৩২   ১৯ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৬

জবিতে ইজরায়েল বিরোধী বিক্ষোভ ও সংহতি সমাবেশ 

আহমেদ সানি, জবি প্রতিনিধি :

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৩  

ইজরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

রোববার দুপুর দুইটায় ফিলিস্তিনি নির্যাতিত জনতার প্রতি সংহতি জানিয়ে ও ইজরায়েলের হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করে।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে এসে সংহতি সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীদের ইজরায়েল বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়। 

সংহতি সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল কাদের নাগিব বলেন, পশ্চিমারা সারা বিশ্বে ইসলামের সর্বনাশ করতে লেগে গেছে। ফিলিস্তিনসহ বিভিন্ন স্থানে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে। ফিলিস্তিনি মুসলমানরা একা নয়, আমরাও তাদের সাথে আছি। পৃথিবীর কোন জায়গায় মুসলমানদের ওপর আঘাত হলে সমস্ত মুসলমান গর্জে উঠবে। 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নোমান বিল্লাহ বলেন, ইজরাইল ও যুক্তরাষ্ট্রকে সন্ত্রাস ও দখলদারির পথ ছেড়ে দিয়ে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথে এগিয়ে আসতে হবে। বাংলাদেশকে পুনরায় পাসপোর্ট সংশোধন করতে হবে। ইসরাইলে যাওয়া বন্ধ করতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের বুদ্ধিবৃত্তিক লড়াই করতে হবে। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের যারা সন্ত্রাসী বলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রম থেকে পাশ্চাত্যবাদকে বাদ দিতে হবে। 

এই বিভাগের আরো খবর